Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আশিয়া ইউনিয়নের ইতিহাস

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৩ সাল থেকে পটিয়া উপজেলার অধীনে আশিয়া ও বাথুয়া এই ২টি গ্রাম নিয়ে আশিয়া ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে আলহাজ্ব কাদের বক্সু সাওদাগর, আলহাজ্ব আবু বকর চৌধুরী ( দুই বার), আব্দুল মালেক, মোহাম্মদ মুছা সাওদাগর এবং জাফর আহমেদ সাওদাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব এম এ হাশেম ।

আশিয়া ইউনিয়নে অনেক ছোট বড় খাল রয়েছে । সব ছেয়ে মজার বিষয় হলো আশিয়া ইউনিয়নের চার পাশে সীমারেখা হিসেবে খাল রয়েছে । আশিয়া ইউনিয়নে মুসলিম ধর্মের লোকের বসবাস বেশী । তবে অন্যান্য ধর্মের লোক জন বসবাস করে ।  অনেক আগে থেকেই অত্র ইউনিয়নে লোক জন বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস শুরু করায় এই ইউনিয়নে নাম করণ করা হয় আশিয়া আবার অনেকে বলেন আছিয়া নাম থেকেই আশিয়া নামের উৎপত্তি । আশিয়া ইউনিয়নে সড়ক পথ ও নৌ পথে যাতায়াত করা যাই । এই ইউনিয়ন চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ।